হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল আরসিবি

আইপিএলে (ipl) দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর(Rcb) । বুধবার তারা ৬ রানে জিতল সানরাইজার্স হায়দরাবাদের( sunrisers hyderabad)   বিরুদ্ধে। আরসিবির হয়ে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েলের।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির হয়ে অর্ধশতরান করেন ম‍্যাক্সওয়েল। ৫৯ রান করেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৩। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ হন এবি ডিভিলিয়ার্স। ১ রান করেন তিনি।  হায়দরাবাদের হয়ে তিন উইকেট নেন জেসন হোল্ডার। দুটি উইকেট নেন রাশিদ খান। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, শাহবাজ  নাদিম এবং টি-নটরাজন।

জবাবে ব‍্যাট করতে ১৪৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে লড়াই চালান ডেভিড ওয়ার্নার এবং মণিশ পান্ডে। ৫৪ রান করেন ওয়ার্নার। এবং ৩৮ রান করেন মণিশ।  আরসিবির হয়ে তিনটি উইকেট নেন শাহবাজ আহমেদ। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, হর্শাল প‍্যাটেল। একটি উইকেট নেন জেমিসন।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালসের ক্রিকেটার আনরিখ

Advt