Tuesday, May 6, 2025

বঙ্গে ভোট প্রচারে ‘দলিত তাস’ খেলার চেষ্টা নাড্ডার, ‘মেরুকরণের রাজনীতি’র নিন্দা সৌগতর

Date:

Share post:

পঞ্চম দফার নির্বাচনের আগে বঙ্গে ফের একবার নির্বাচনী প্রচারে এসেছেন জেপি নাড্ডা(JP Nadda)। বুধবার রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনী কর্মসূচি ছিল তাঁর। এদিন রাজ্যে পা রেখে পুরোদমে দলিত তাস খেলার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP President) জেপি নাড্ডা। পাশাপাশি কোচবিহারে আনন্দ বর্মনের মৃত্যুকে হাতিয়ার করে তৃণমূলকে তোপ দাগলেন তিনি। যদিও বিজেপির এহেন মেরুকরণের রাজনীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল(TMC)।

বুধবার বঙ্গে নির্বাচনী প্রচারের শুরুটা রাজারহাট থেকে করেন জেপি নাড্ডা। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এ দিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি সভাপতি। এরপর রাজারহাটে জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তোপ দেগে শীতলকুচি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ”এখানকার সরকার দলিত-বিরোধী কার্যকলাপ করছে। ৪ জনের মৃত্যু হয়েছে। আনন্দ বর্মনকে (Ananda Barman) তৃণমূলের গুণ্ডারা মেরেছে অথচ তাঁর মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি শব্দও খরচ করেননি এখনও।” এরপরই তিনি দাবি করেন, “এর থেকে প্রমাণিত তৃণমূল দলিত-বিরোধী।”

আরও পড়ুন:টিকা নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত আশুতোষ রানা

তবে নাড্ডার এহেন জাতপাতের রাজনীতিকে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “জেপি নাড্ডা মূর্খ। বাংলার ব্যাপারে কিছুই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত ৫-৬ বার আনন্দ বর্মন সম্বন্ধে বলছে। নাড্ডা এটার মেরুকরণ করতে চাইছে। এটা বিজেপির অন্যায় রাজনীতির অংশ। এই ঘটনার নিন্দা করা উচিত ছিল বিজেপির। কিন্তু এর মধ্যেও ওরা ধর্মীয় বিভাজন, মেরুকরণ খুঁজছে। আমি এর নিন্দা করছি।”

Advt

spot_img

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...