Wednesday, November 12, 2025

যারা ভোটে হেরে গিয়েছে, তারাই শীতলকুচি নিয়ে পড়ে আছে : দিলীপ

Date:

গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমানের মানুষজও পরিবর্তন চাইছেন। গুন্ডামির রাজনীতি বর্ধমানে করতে দেব না। বুধবার দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন সকাল থেকে একধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। সকালে তিনি বর্ধমানে চায়ে-পে চর্চায় যোগ দেন। সেখানে তিনি দাবি করেন, ‘বিজেপির কেউ কারও পার্টি অফিসে হামলা করে না। মঙ্গলবার অন্যান্য জায়গার মতো বর্ধমানেও আমাকে কালো পতাকা দেখানোর চেষ্টা হয়েছিল। আমাদের লোকেরা তা প্রতিরোধ করেছে। বাকি সাধারণ মানুষ যা করার করেছে।’ একইসঙ্গে দিলীপ হুঁশিয়ারি দেন, ‘বর্ধমানে গুণ্ডামির রাজনীতি আমরা কাউকে করতে দেব না। বিভিন্ন জায়গায় গুন্ডারা মারামারি, গণ্ডগোল করছে। কিন্তু তবুও তারা ভোট প্রভাবিত করতে পারছে না। বর্ধমানে ব্যাপক হারে পরিবর্তনের পক্ষেই ভোট হবে। গুন্ডারা মারপিট করে ভয় দেখিয়ে ভোটে বাধা দিতে পারবে না, প্রভাবিতও করতে পারবে না বলে জানিয়ে দেন দিলীপ।
শীতলকুচিকাণ্ডে নিহতদের পরিবারের কাছে এদিন মুখ্যমন্ত্রীর যাওয়ায় ও প্রতিবাদে সোচ্চার হওয়া নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতলকুচি নিয়ে যারা এখনও পড়ে আছে, তারা আসলে ভোটে হেরে গিয়েছে। আমরা অনেক এগিয়ে গিয়েছি।’
দিলীপ আরও বলেন, বর্ধমানেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ ভোটদানে বাধা দিতে পারবে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের শোকজের জবাব মঙ্গলবার তিনি দিয়ে দিয়েছেন বলেও জানিয়ে দেন দিলীপ।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version