বাংলা নববর্ষ রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে তিনি রবীন্দ্রনাথের (Rabindranath Thakur) কবিতা দিয়ে লেখেন,
“নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি, উজ্জ্বল নির্মল জীবনে।।”

“নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।।”শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2021
“শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন”। এরপরে বর্তমান করোনা পরিস্থিতির কথা ভেবে তিনি লেখেন, “২০১৪ কাটুক আনন্দে সুখে-শান্তিতে”। এদিন কলকাতার তিনটি বিধানসভা এলাকায় রোড শো করার কথা রয়েছে তৃণমূল (Tmc) নেত্রীর।
