বন্ধ গর্ভগৃহ, নয়া পদ্ধতিতে তারকেশ্বরে জল ঢাললেন ভক্তরা

করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই তারকেশ্বরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সেই কারণেই গত কয়েক বছরের তুলনায় এই বছর পয়েলা বৈশাখ তারকেশ্বর (Tarakeswar) মন্দিরে ভক্ত সমাগম কম রয়েছে। নতুন করে উদ্বেগজনক ভাবে কোভিড (Covid) পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার কারণে তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মন্দিরের মূল গেট খোলা রাখা হয়েছে। গর্ভগৃহ বন্ধ থাকায় বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালেন ভক্তরা (Pilgrim)।

মন্দির কর্তৃপক্ষের তরফে করোনা বিধি মেনে চলার জন্য মাইকিং করলেও ভক্তদের মুখে নেই মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা। নববর্ষ উপলক্ষ্যে আড়াই মণ দুধের পায়েস ও ফল প্রসাদ নিবেদন করা হয়।

আরও পড়ুন:শেষ তিন দফার ভোট এক দফায়? ভিডিও কনফারেন্সে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক কমিশনের

Advt

Previous articleশেষ তিন দফার ভোট এক দফায়? ভিডিও কনফারেন্সে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক কমিশনের
Next articleপ্রার্থীর মৃত্যুর জের, পিছিয়ে গেল সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন