কিন্তু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের এই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। আজ, পয়লা বৈশাখের (Poila Boishakh) সকালে এলাকার খুদে ফুটবলারদের নিয়ে একটি ক্লাবের মাঠে বারপুজো (Bar Puja) করে বিতর্কে জড়ালেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। রীতিমত পুরোহিত ডেকে হইহই করে ঢাকঢোল পিটিয়ে বারপুজো করা হয়। তৃণমূল বিষয়টিকে “প্রচার” ও “জনসংযোগ” হিসেবে দেখছে। কারণ, বার পুজোকে কেন্দ্র করে কিছু জনসমাগম হয়েছিল সেখানে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে ঘাসফুল শিবির।
রাজুর ব্যাখ্যা, “পয়লা বৈশাখ ফুটবল ক্লাবগুলি বারপুজো করে। আমি খেলার মাঠের ছেলে। প্রতিবছরই আসি। এবারও এসেছি। এর সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক নয়। আমি এখানে ভোট নিয়ে একটাও কথা বলিনি।”
অন্যদিকে তৃণমূল প্রার্থী মদন মিত্রের বক্তব্য, “নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে কীভাবে পক্ষপাতিত্ব করা যায়। প্রচার শেষ হয়ে যাওয়ার পর কাল রাতে লোকজনকে তাড়া করেছে পুলিশ। আর আজ পুজো হচ্ছে। তার মধ্যেও বিজেপি প্রকাশ্যে মিটিং করেছে। বাড়ি বাড়ি গিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর উপরে পদক্ষেপ নিতে পারে তাহলে রাজু এমন কী নেতা? প্রচার শেষ হওয়ার পর বুক ফুলিয়ে বারপুজো করছে। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে। কিন্তু কোনও লাভ হচ্ছে না। যা করার ভোটের দিন জনগনই করবে। ওইদিন কামারহাটিতে খেলা হবে।”
আরও পড়ুন:‘অনুপ্রবেশ’ নিয়ে অমিত শাহের মন্তব্যে চটে লাল হাসিনা সরকার, নিন্দা বাংলাদেশের বিদেশমন্ত্রীর