কোথায় খরচ হচ্ছে পিএম কেয়ার ফান্ডের টাকা? ব্যাখ্যা দিল কেন্দ্র

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির সময় দেশবাসীকে পিএম কেয়ারস ফান্ডে(pm cares fund) আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিল ভারত সরকার(Indian government)। যদিও সেই টাকা কোথায় খরচ হয়েছে তার হিসেব চেয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ লেগেছে বিরোধীরা। দেশের একাধিক বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে এই পিএম কেয়ারস ফান্ড। অতঃপর এই ফান্ডের টাকা কোথায় ব্যবহৃত হবে তা জানিয়ে দিলো ভারত সরকার।

আরও পড়ুন:ইস্যু ‘নাগরিকত্ব’ ও ‘অনুপ্রবেশ’, তেহট্টের সভায় সরব শাহ

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সম্প্রতি দেশে বাড়তে থাকে করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে পিএম কেয়ারসের টাকায় দেশের একশটি হাসপাতালে নতুন অক্সিজেন প্লান্ট(oxygen plant) গড়ে তোলা হবে। উল্লেখ্য, বর্তমানে বাড়তে থাকা করোনা সংক্রমনের জেরে রাজ্যের হাসপাতালগুলিতে বেহাল দশা। পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ নেই দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেটর যুক্ত বেডেরও চূড়ান্ত আকাল দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। এই পরিস্থিতি বিবেচনা করে সরকারের তরফ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম কেয়ারস ফান্ডের টাকা দিয়ে ১০০টি হাসপাতালে নতুন করে অক্সিজেন প্লান্ট গড়ে তোলা হবে।

Advt

Previous articleদ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা
Next articleবাড়িতে মৃত্যুর খবর পাঠালো হাসপাতাল, ‘মৃত’ রোগীই স্বজনদের ডেকে নিলেন