দেশে করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের জন্য ফের কেন্দ্রীয় সরকারের নীতিকেই দুষলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রের ব্যর্থ রণকৌশলের জন্যই কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী বলে তোপ দেগেছেন তিনি ৷হিন্দিতে টুইট করে রাহুলের কটাক্ষ, “কেন্দ্রীয় সরকারের কোভিড 19 কৌশল – প্রথম ধাপ – তুলঘলকি লকডাউন জারি করো, দ্বিতীয় ধাপ – ঘণ্টা বাজাও, তৃতীয় ধাপ – প্রভূর গুণ গাও ৷”
চলতি সপ্তাহের শুরুর দিকে জরুরি ভিত্তিতে পশ্চিমি দেশ ও জাপানে ব্যবহৃত কোভিড টিকাকে কেন্দ্র অনুমোদন দেওয়ায় কটাক্ষ করেছিলেন রাহুল ৷ তিনি বলেছিলেন, “প্রথমে আপনাকে তারা অবহেলা করবে, তারপর আপনাকে দেখে হাসাহাসি করবে, এরপর আপনার সঙ্গে লড়াই করবে, তারপর আপনি জিতবেন ৷”
