বাংলাদেশীদের জন্য সাময়িক বন্ধ ভারতীয় ভিসা

খায়রুল আলম (ঢাকা) : ভারতীয় হাই কমিশন সাময়িকভাবে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রেখেছে। বুধবার হাই কমিশন ঘোষণা দিয়েছিল, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত ‘লকডাউন’-এর কারণে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন-১৫ মে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির ডেডলাইন, কোন বিষয়গুলি মাথায় রাখবেন

করোনা মহামারির কারণে ২০১৯ সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে তা পুনরায় শুরু হয়। পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভ্রমণ ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দেওয়া হচ্ছিল। ২০১৯ সালে বাংলাদেশে ১৬ লাখের বেশি ভিসা দিয়েছিল ভারতীয় হাই কমিশন।

Advt

Previous articleমুক্তির অপেক্ষা ৮/১২, প্রত্যাশা বাড়িয়ে দিলেন কিঞ্জল
Next articleদ্বিতীয় ঢেউয়ে বানভাসি পরীক্ষার্থীরা, ভেসে গেলো পরীক্ষা, পঠনপাঠন