বিজেপি মিথ্যা প্ররোচনায় মদত দিচ্ছে, তোপ শতাব্দীর

আজ শুক্রবার মেটেলা এবং বীরভূমের পুরনদরপুরে দলীয় প্রার্থীর হয়ে জনসভা করেন সাংসদ শতাব্দী রায়। তার জনসভায় ভিড় উপচে পড়েছিল।
শতাব্দী বলেন, “বিজেপি শুধু মিথ্যা প্ররোচনা করছে । মতুয়াদের জন্য বিজেপি কিছু করেনি আর করবেও না।
তিনি আরও জানান, ভোট শেষ হলে মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেবে বিজেপি ।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে যে কাজ করেছেন গত ১০ বছরে তা আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলার উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন ও মমতা যেন গা ঘেঁষাঘেঁষি করে হাঁটে। মানুষ এটা বুঝলে তাদেরই ভালো হবে।