Wednesday, December 3, 2025

ইস্যু সেই অনুপ্রবেশ, আউশগ্রামের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সরব শাহ

Date:

Share post:

রাজ্যে চলছে পঞ্চম দফা নির্বাচন। এই আবহেই শনিবার ভোট প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। আউশগ্রামের(Ayushgram) জনসভা থেকে এদিন ফের রাজ্যে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন তিনি। জানিয়ে দিলেন, ‘অনুপ্রবেশকারীদের হলো দিদির ভোটব্যাঙ্ক।’ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করছে শাসক দল তৃণমূল(TMC)।

শনিবার রাজ্য ৩ কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন উত্তর ২৪ পরগনার আমডাঙাতে রোড শো করার পাশাপাশি চাপড়া ও আউশগ্রামের জনসভা করেন তিনি। প্রতিটি জনসভা থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শোনা যায় তাঁকে। আমডাঙার সভা থেকে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীরাই হল দিদির ভোটব্যাঙ্ক। অনুপ্রবেশকারীদের কখনও আটকাননি দিদি। বাম ও কংগ্রেসও অনুপ্রবেশকারীদের রুখতে ব্যর্থ হয়েছে। কিন্তু বিজেপি সরকার এলেই প্রথমে অনুপ্রবেশকারীদের শক্ত হাতে প্রবেশ বন্ধ করবে।’

এর পাশাপাশি তিনি আরো বলেন, ‘আপনারা কি কাটমানির সরকার চান? আপনারা কি আবারও সিন্ডিকেট সরকার চান? যদি না চান তাহলে ২ মে বিজেপি সরকার গড়ে তুলুন। ২ মে বাংলায় বিজেপি সরকার তৈরি হলেই বাংলার প্রত্যেকটা কন্যা সন্তানকে কেজি থেকে পিজি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা বিজেপি সরকার করবে।আপনারা বাংলায় বিজেপি সরকার গড়ে তুললে বিনা বাধায় দুর্গাপূজা হবে এবং প্রত্যেকটা স্কুলেও সরস্বতী পুজো হবে কেউ বাধা দিতে পারবে না।’

আরও পড়ুন:কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপ্যাধ্যায়ের উপরে হামলার অভিযোগ

যদিও অমিত শাহর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূলের তরফে জানানো হয়েছে। অনুপ্রবেশ সংক্রান্ত যে অভিযোগ বিজেপি করছে তা সম্পূর্ণ মিথ্যা। সীমান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ। যদি সেখান থেকে অনুপ্রবেশ ঘটে তাহলে সে দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের। এনিয়ে তৃণমূলের ঘাড়ে মিথ্যে অভিযোগ দেওয়া কোনোভাবেই উচিত নয়। পাশাপাশি দুর্গাপুজো ও সরস্বতী পুজো মণ্ডপ যে অভিযোগ তুলেছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। জানানো হয়েছে, বিজেপি এইসব মিথ্যাচার বাংলার মানুষ জানে। ফলে এসব বলে লাভ কিছু হবে না।

Advt

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...