টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেটারদের  ভিসা পেতে সমস্যা হবে না, জানাল বিসিসিআই

টি-২০ বিশ্বকাপ ( t-20 world cup) খেলতে ভারতে( india) আসতে কোন অসুবিধা হবে না পাকিস্তান ক্রিকেটারদের। শনিবার এমনটাই জানাল বিসিসিআইয়ের( bcci) এক কর্তা। তিনি বলেন ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা পাকিস্তান ক্রিকেটারদের(Pakistan cricketers) ভিসা পেতে সমস্যা হবে না।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা জানান, “শুক্রবার বোর্ডের বৈঠকে সচিব জয় শাহ (secretary Jay Shah) সদস্যদের জানান, সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান হয়েছে। ফলে ভারতে আসতে কোন অসুবিধা হবে না পাকিস্তান ক্রিকেটারদের।”

২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব। আবারও চলতি বছর ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:চাহারের প্রশংসায় রবি শাস্ত্রী

Advt

Previous articleদুমকা ট্রেজারি মামলায় অবশেষে জামিন পেলেন লালুপ্রসাদ যাদব
Next articleউন্নয়ন বজায় রাখতে মমতার ওপর ভরসা রাখুন: শতাব্দী