বাতাসে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস!

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে ল্যানসেট নামক একটি সংস্থার গবেষণাপত্র।
এই সংস্থার গবেষণায় দাবি করা হয়েছে, করোনার ভাইরাস খোলা বাতাসেও ছড়িয়ে পড়ে ।
প্রথমবার যখন গোটা এর আগেও কয়েকটি দেশের গবেষকরা একই দাবি করেছিলেন। তখন যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমাণের অভাবে সেই দাবিতে সিলমোহর দেয়নি। তবে এ বার ল্যানসেটের বিশেষজ্ঞরা গবেষণা করে ১০ টি যুক্তি বিশেষভাবে সামনে রেখেছেন, যেখানে ব্যাখ্যা রয়েছে কীভাবে বাতাসের মধ্যে দিয়েও এই ভাইরাস ছড়াতে পারে।

ল্যানসেটের গবেষণায় আরও একটি বিষয় প্রকাশ পেয়েছে। এই সংস্থা বলছে, গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়তেএই মুহূর্তে যে পদ্ধতি অবলম্বন করেছে তা বদল করার প্রয়োজন। অর্থাৎ এক কথায় বোঝাতে চাওয়া হয়েছে, লকডাউন বা কার্ফু জারি করা কোনও সমাধানের পথ নয়। কিন্তু, এই গবেষণার ফলাফল সামনে আসার পর জনমানসের একটা বড় অংশে ভয় এবং আতঙ্ক মারাত্মকভাবে ছড়িয়েছে।
কারণ বাতাসে যদি করোনার ভাইরাস বাহিত হয়, তবে ঘরে বসেও আক্রান্ত হতে হবে। এখানেই প্রশ্ন, সত্যিই কি এই গবেষণার ফলাফল দেখে এতটা আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে।

Advt

Previous articleঅসমে বিজেপি সরকারের ডি-নোটিশ প্রশ্ন তুলে দিচ্ছে বাংলার জন্যও
Next articleহাসপাতালে আগুন লেগে জীবন্ত দগ্ধ ৫ কোভিড রোগী