Thursday, November 13, 2025

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা দেওয়ার নাম করে বিধবাকে গণধর্ষণ, ফের শিরোনামে উত্তরপ্রদেশ

Date:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থসাহায্য পাইয়ে দেওয়ার নাম করে এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল যোগীরাজ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি থানার অন্তর্গত নাখাসা গ্রামে। অভিযোগ, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অর্থসাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় ব্লক অফিসের এক কেরানি ও তার বন্ধু ওই বিধবা মহিলাকে গণধর্ষণ করে। এমনকী, নথিপত্র তৈরির জন্য নির্যাতিতার কাছ থেকে দু’ হাজার টাকাও নেওয়া হয়। আপাতত নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, গণধর্ষণে অভিযুক্তের এক জন নিজেকে ব্লক অফিসের করণিক বলে পরিচয় দিয়েছিলেন। তিনি ওই মহিলাকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। শেষপর্যন্ত দু’হাজার টাকায় রফা হয়। এরপর এক আধিকারিকের সঙ্গে দেখা করানোর অছিলায় অভিযুক্ত তাঁকে পার্শ্ববর্তী মাদালা গ্রামের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেই বন্দুক দেখিয়ে ওই যুবক ও তার এক বন্ধু তাঁকে গণধর্ষণ করে ও ঘটনার ভিডিও তুলে রাখে। বিষয়টি এখানেই শেষ হয়নি। এরপর ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ মহিলার।

নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ঘটনার কথা পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ওই মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হন। এর পরই ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন- জয়ের হ‍্যাটট্রিক আরসিবির, কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল ডিভিলিয়ার্সের

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version