Sunday, January 11, 2026

লাগামছাড়া করোনা সংক্রমণ, আজ থেকেই দিল্লিতে জারি লকডাউন

Date:

Share post:

বেলাগাম করোনা সংক্রমণ। ক্রমেই মহামারির আকার ধারণ করেছে করোনা। পর্যাপ্ত বেডের অভাব, নেই অক্সিজেন ও জীবনদায়ী ওষুধও। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। তাই এবার মহারাষ্ট্রের মতো দিল্লিতেও লকডাউন জারির কথা ঘোষণা করল কেজরিওয়াল সরকার। আজ অর্থ্যাৎ সোমবার থেকেই একসপ্তাহের লকডাউন জারির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার সাংবাদিক বৈঠকে দিল্লির ভয়াবহ পরিস্থিতির কথা জানান তিনি। সেখানেই তিনি বলেন গোটা দিল্লিতে মোট ১০০ টি আইসিইউ বেড রয়েছে। সেইসঙ্গে রয়েছে অক্সিজেনের অভাব। এরপর আজ ফের সাংবাদিক সম্মেলন করে সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনতার কাছে আর্জি জানান, ‘স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন। এই ছয় দিনের মধ্যে সরকার আরও বেড, আরও ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থা করবে।’ একইসঙ্গে দিল্লি ছেড়ে না যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আশ্বাস, সাময়িক পরিস্থিতি সামলাতেই এই সীমিত সময়ের লকডাউন জারি করা হয়েছে।
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন সরকারি অফিস, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে। তবে তার জন্য আলাদা ভাবে পাস নিতে হবে।
প্রসঙ্গত, রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৬২, যা এখনও পর্যন্ত রেকর্ড। সোমবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল । তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...