কোভিড পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু

রাজ্যের বর্তমান করোনা (Carona) পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার থেকেই সব স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন শিক্ষা (Education) বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জানানো হয়েছে, রাজ্যের সব স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হল। মঙ্গলবার থেকেই রাজ্যের সব স্কুলে গরমের ছুটি শুরু হবে। পড়ুয়াদের (Student) পাশাপাশি, স্কুলে যেতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও (Teacher)।

আরও পড়ুন:বিজেপি আইটি সেলের পর্দা ফাঁস! গুলি ছোঁড়ার মিথ্যা গল্প ফেঁদে শ্রীঘরে ৩ কর্মী

গত এক বছর ধরেই স্কুল বন্ধ রয়েছে। কোভিড (Covid) পরিস্থিতির উন্নতি হওয়ায় গত দুমাস ধরে ক্লাস নাইন, টেন, ইলেভেন, টুয়েলভের ক্লাস চলছিল। ফের সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা একদিনে আট হাজার। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল। অনলাইনে যেরকম পঠন-পাঠন চলছিল, তেমনই চলবে বলে সরকারি নির্দেশিকা জানানো হয়েছে।

Advt