গত বছরের আতঙ্কের ছবি ফিরল দিল্লি বাস টার্মিনাসে, ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

ফিরে এসেছে করোনার (Corona) সেই ভয়ঙ্কর আতঙ্কের দিনগুলি। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে সোমবার রাত থেকেই আপাতত ৬ দিনের জন্য লকডাউন (LockDown) ঘোষণা করেছেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী (CM) অরবিন্দ কেজরিওয়াল (Second Kejriwal)। পরিস্থিতি বুঝে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। আর অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে বাড়ি ফেরার জন্য পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) হুড়োহুড়ি পরে গিয়েছে তালাবন্দি রাজধানীর বাস টার্মিনাসে (Bus Terminus)।

আরও পড়ুন-করোনা সংকটে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দিক মোদি সরকার, দাবি রাহুলের

দিল্লির বাস টার্মিনাসে গতবছরের সেই উপচে পড়া ভিড়। কোনও ঝুঁকি না নিয়ে ব্যাগ গুছিয়ে শ্রমিকরা বাড়ি ফিরতে মরিয়া। স্টেশনের ছবিটাও কার্যত একই। ফের যদি লকডাউনের সময়সীমা বেড়ে যায়, কাজ হারিয়ে বন্দি হয়ে পড়তে হয়, সেই আশঙ্কা থেকে আগেভাগেই বাড়ি ফিরতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা।

Advt

Previous articleকরোনা সংকটে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দিক মোদি সরকার, দাবি রাহুলের
Next articleঈদের দিনে মুর্শিদাবাদের ভোটে আপত্তি জানিয়ে কমিশনে বামেরা