করোনা আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী

করোনা আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুরে ট্যুইট করে কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানান কংগ্রেস সাংসদ।

রাহুল লিখেছেন, “মৃদু উপসর্গ ছিল, আমি সদ্য COVID রিপোর্ট পজিটিভ পেয়েছি। যারা সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সবাই, দয়া করে সমস্ত সুরক্ষা প্রোটোকল অনুসরণ করুন এবং সুরক্ষিত থাকুন।” সম্প্রতি করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত রকম প্রচার কর্মসূচী বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আরও পড়ুন-দেশে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি, একদিনে মৃত্যু ১,৭৬১ জনের

গতকালই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এই মুহূর্তে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন।

Advt