আগে রোগীদের অক্সিজেন দেওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের

করোনা দ্বিতীয় ঢেউ বাড়তে শুরু করায় অক্সিজেনের আকাল শুরু হয়েছে ৷ অনেকেই অভিযোগ করেছেন, অক্সিজেনের ঘাটতির জন্য মৃত্যু হচ্ছে অনেক রোগীর ৷ এমনকী বিভিন্ন রাজ্যের তরফেও এই অভিযোগ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে একটি মামলার শুনানিতে আজ মঙ্গলবার ওই মন্তব্য করে দিল্লি হাইকোর্ট ৷
বিচারপতিদের বেঞ্চ জানায়, অক্সিজেনের জন্য শিল্পকারখানাগুলি অপেক্ষা করতে পারবে কিন্তু রোগীরা অপেক্ষা করতে পারবে না । আগে রোগীদের অক্সিজেন সরবরাহ করতে হবে।

Advt

https://youtu.be/-ZE9J0-bVXo

Previous articleদেশে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি, একদিনে মৃত্যু ১,৭৬১ জনের
Next articleকোভিড পজিটিভ টলিউডের দুই অভিনেতা জিৎ- শুভশ্রী