Friday, November 14, 2025

ওরা মন্দির-মসজিদ করেছে, মমতা করছেন উন্নয়ন: অভিষেক

Date:

Share post:

ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে তোপ দাগলেন যুব তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  বুধবার, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandabeswar) বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারসভায় তিনি বলেন, “ওরা মন্দির-মসজিদের রাজনীতি করেন। আর মমতা বন্দ্যােপাধ্যায় পরিকাঠামো, উন্নয়নের রাজনীতি করেছেন”। এই প্রসঙ্গে তৃণমূল সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।

এদিনের সভা থেকে দলবদলুদের তুলোধোনা করেন তৃণমূলের যুব সভাপতি। তিনি বলেন, তৃণমূলের থেকে সব সুবিধা নিয়ে এখন এজেন্সির ভয়ে বিজেপিতে গিয়েছে গদ্দাররা।

করোনা (Carona) পরিস্থিতির ভয়াবহতা নিয়ম কেন্দ্র তথা বিজেপিকে দুষেছেন অভিষেক। তাঁর কথায়, “মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-গুজরাটে এক হাত দূরে দূরে মৃতদেহ দাহ করা হচ্ছে। কারণ, ওই সব রাজ্যে অনেক বছর ধরে ক্ষমতায় আছে ওরা। আর সেখানে মন্দির-মসজিদের রাজনীতি করেছে।” পরিসংখ্যান দিয়ে অভিষেক বলেন, গুজরাটে ৭ কোটি বাসিন্দার জন্য হাসপাতালে ১৮ হাজার বেড। অথচ বাংলার ১০ কোটি জনসংখ্যার জন্য হাসপাতালে শয্যা সংখ্যা ১ লক্ষ ১০ হাজারের বেশি। নাম না করে অভিযোগ বলেন, “ওরা মন্দির-মসজিদ করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)এ রাজ্যে স্বাস্থ্যের পরিকাঠামো তৈরি করেছে, উন্নয়ন করেছেন”।

কোভিড (Covid) সংক্রমণের ক্রমবর্তমান পরিস্থিতিতে আট দফায় নির্বাচন নিয়েও কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি দিয়ে তিন দফার ভোট গ্রহণ একসঙ্গে করার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেনি কমিশন। কারণ বিজেপি চায় না একদফায় ভোট হোক। তবে এভাবে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করা যাবে না বলে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, “বহিরাগত নয়, বাংলা নিজের মেয়েকেই চায়”।

Advt

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...