এবার ভোটের ষষ্ঠদফার আগের সন্ধ্যেয়ে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী জানালেন তিনি করোনা পজিটিভ।সন্ধ্যে নাগাদ আসে অধীর চৌধুরীর করোনা পজিটিভ হওয়ার খবর।
রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন এক টুইটে একথা জানান।টুইটে অধীর চৌধুরী লেখেন, ‘আমি করোনা পজিটিভ , গত সাত দিনে যাঁরা আমার সংযোগে এসেছেন তাঁদের সকলকে কোভিড বিধি মেনে চলার আর্জি জানাচ্ছি।’ এর পাশাপাশিই বাংলার ভোট যুদ্ধে লড়ে যাওয়ার বার্তাও দিয়ে দেন ।জানান, এমন কঠিন পরিস্থিতিতে তিনি ভার্চুয়ালি সভা করবেন।

West Bengal Congress chief Adhir Ranjan Chowdhury tests positive for COVID19, will continue campaigning for #WestBengalElections virtually pic.twitter.com/QbUJpf82Wp
— ANI (@ANI) April 21, 2021
তার আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, অধীরতা দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই চাই।
