রাত পোহালেই ৪৩ কেন্দ্রে “ভোট ষষ্ঠী”! দেখুন এক নজরে

রাত পোহালেই রাজ্যের ৪৩ কেন্দ্রে “ভোট ষষ্ঠী”! অর্থাৎ, করোনা মহামারি আবহে নজিরবিহীন ম্যারাথন আট দফা নির্বাচনের ষষ্ঠ পর্ব!

এই ষষ্ঠ দফার ভোটে ৪ জেলার ৪৩ আসনে নির্বাচন সম্পন্ন হতে চলেছে ২২ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার। এই দফাতেও রয়েছে একের পর এক হাইভোল্টেজ আসন। নজরকাড়া কেন্দ্রে।

উত্তর ২৪ পরগনা জেলার ১৭টি আসন (বিধানসভা কেন্দ্র ৯৪ থেকে ১১০), নদিয়া জেলার ৯টি আসন (বিধানসভা কেন্দ্র ৭৭ থেকে ৮৫), পূর্ব বর্ধমান জেলার ৮টি আসন (বিধানসভা কেন্দ্র ২৬৭ থেকে ২৭৪), উত্তর দিনাজপুর জেলার সব আসন (বিধানসভা কেন্দ্র ২৮-৩৬) ।

কোথায় কোথায় ভোট বৃহস্পতিবার?

২২ এপ্রিল, ষষ্ঠ দফায় যে সমস্ত বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে- চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা (এসসি), বনগাঁ উত্তর (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), স্বরূপনগর (এসসি), বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া. বারাকপুর, খড়দহ, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম (এসসি), গলসি (এসসি)।

আরও পড়ুন- করোনায় মৃত সামশেরগঞ্জ-জঙ্গিপুর কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা সংযুক্ত মোর্চার, ভোট ১৩ মে

Advt

Previous articleকরোনা পজিটিভ অধীর চৌধুরী, সুস্থতা কামনা করে টুইট মোদির
Next articleএক নজরে ভোট ষষ্ঠীর নজরকাড়া কেন্দ্র