Wednesday, August 27, 2025

আগামী ১ মে থেকে ১৮ বছর ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কত টাকা হবে করোনা টিকার দাম? শেষমেশ টিকার দাম নির্ধারিত করেছে সেরাম ইনস্টিটিউট। তারা জানিয়েছে, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। এর এখানেই উঠেছে প্রশ্ন । ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে দ্বিচারিতা করছে কেন?
মোদি সরকার ১৫৭.৫০ টাকা প্রতি ডোজ মূল্যে কোভিশিল্ড Vaccine পাবে সেরাম থেকে ।
অথচ রাজ্যকে তা কিনতে হবে ৪০০টাকায় । প্রতি ডোজে মোদি সরকারের কাটমানি ২৪২.৫০ টাকা! এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে । সোশ্যাল মিডিয়াতেও চর্চা শুরু হয়েছে ‘ভ্যাকসিন চোর বিজেপি ‘ বলে।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্য সরকারকে যদি ভ্যাকসিন ৪০০ টাকায় কিনতে হয় তবে মাঝের ২৪২.৫০ টাকা কোন পকেটে যাচ্ছে?
এতদিন বেসরকারি হাসপাতালে গেলে ৫০০ টাকাতেই দু’ডোজ টিকা মিলত। সরকারি হাসপাতালে যা পাওয়া যেত বিনামূল্যে। কিন্তু এবার ১৮ বছরের বেশি বয়সীদের টিকা নিতে গেলে ৩-৪ গুণ বেশি দাম দিতে হবে। অথচ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সবচেয়ে সস্তা ভ্যাকসিন ভারতে। সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।
কিন্তু তার বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রের বিস্তর ফারাক ।
সম্প্রতি করোনা ভ্যাকসিনের সরকার নির্ধারিত দাম জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন জনৈক এক ব্যক্তি। তার উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সেরাম ইনস্টিটিউটের কোভিশিন্ড ভ্যাকসিনের প্রথম ৫.৬ কোটি ডোজের প্রতিটির সর্বোচ্চ দাম ২১০ টাকা। ৫ শতাংশ জিএসটি সহ। এরপর কেন্দ্রীয় বাজেটে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয় কোভিশিন্ড ভ্যাকসিনের ১০ কোটি ডোজ এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ২ কোটি ডোজের দাম হোক ১৫৭.৫০। সরকারের দেওয়া এই প্রস্তাবই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা তরফে মেনে নিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এটাই যদি হয় তবে এত দাম বৃদ্ধি করা হল কোন হিসেবে? কে মাঝখান থেকে ২৪২.৫০ টাকা নিয়ে নিচ্ছে তার কোন হিসাব মিলছে না।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version