Saturday, August 23, 2025

‘এটাই হয়ত শেষ সকাল’, ফেসবুকে পোস্ট করার পরের দিনই মৃত্যু কোভিড পজিটিভ চিকিৎসকের

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশ। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ছুঁইছুঁই। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং মৃত্যুর সর্বকালের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি দেশে। হাসপাতালে বেডের আকাল, অক্সিজেন নেই, যেখানে সেখানে পড়ে মৃতদেহ। কবরস্থানে মৃতদেহ রাখার জায়গা নেই, শ্মশানে সর্বক্ষণ জ্বলছে চুল্লি। আক্রান্তদের সেবা করতে গিয়ে করোনা সংক্রমিত হচ্ছেন ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মীরাও। এবার এমনই এক চিকিৎসক যিনি সংক্রমিত হয়েছিলেন করোনায়। চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।

আরও পড়ুন-বাংলায় বিজেপি এলে বাঙালির চরম অবক্ষয় ঘটবে, ভোটের মাঝেই বিস্ফোরক অমর্ত্য

মণীষা যাদব মুম্বইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। মহারাষ্ট্রে করোনার বাড়বাড়ন্ত নজরে পড়ার মতো। তিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হন। চিকিৎসাও চলছিল তাঁর। তবে তিনি বুঝতে পেরেছিলেন হাতে আর বেশি সময় নেই। তা অনুভব করেই ফেসবুকে নিজের শেষ কথাগুলো রবিবার লিখেছিলেন ওই চিকিৎসক। তিনি লেখেন, ‘এটাই হয়ত শেষ সকাল। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে ভালো থাকুন।” তিনি আরও লেখেন, “দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর।” এরপরই সোমবার মৃত্যু হয় মণীষা যাদবের।

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মোকাবিলায় চিকিৎসকরা দেশবাসীকে বারবার কোভিড বিধি মেনে চলার কথা বলছেন। কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষই এখনও সচেতন নয়। তাঁদের মুখে মাস্ক নেই, মেনে চলছেন না সামাজিক দূরত্বও। ফলে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version