নির্বাচনের পরেই বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!

ফাইল ছবি

ফের ঊর্দ্ধমুখী হতে পারে পেট্রোল-ডিজেলের দাম। ২৭ ফেব্রুয়ারির পর দাম না বাড়লেও ফের বাড়তে চলেছে জ্বালানির দাম। সূত্রের খবর ভোটের পরই ফের ঊর্ধ্বমুখী হবে জ্বালানি।

পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে চলছে নির্বাচন। ভোটের আগে দাম কমানোয় ক্ষতির মুখে পড়েছিল তেল সংস্থাগুলি। সেই ক্ষতিপূরণের জন্যই ভোটের পর ২ থেকে ৩ টাকা প্রতি লিটার দাম বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের। সরকারি সূত্র বলছে, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে আন্তর্জাতিক পণ্যের দামকেও প্রভাবিত করেছিল তেল সংস্থাগুলি। পেট্রোল এবং ডিজেল বিক্রিতে যথাক্রমে ৩ টাকা এবং ২ টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ ক্রমাগত দাম বৃদ্ধির ফলে করা হবে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি।

আন্তর্জাতিক বাজারে ক্রমাগত দাম বাড়লেও ভারতে ভোটের মরসুমে বেশ কিছুটা কম তেলের দাম। এমতাবস্থায় সংস্থাগুলি আর ক্ষতির মুখে পড়তে নারাজ। সেই জন্যই এবার দাম বাড়াতে মুখিয়ে রয়েছে তেল সংস্থাগুলি।

আরও পড়ুন- ‘প্রয়োজনে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি’, জিৎকে আশ্বাস দেবের

Advt

Previous article‘প্রয়োজনে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি’, জিৎকে আশ্বাস দেবের
Next article“বীরভূমের এসপির মত দশা হবে”, ভোট প্রচারে পুলিশকে হুমকি শুভেন্দুর