Sunday, August 24, 2025

মালদহের কালিয়াচক গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। মৃতের নাম রাকেশ মণ্ডল(২৫)। বুধবার রাত থেকেই নিখোঁজ হয় সে। তারপর আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। রাকেশের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। পুলিশ সূত্রের খবর, রাকেশ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে কে বা কারা তাঁকে মেরেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, গতকাল রাতে নৈশভোজের পর রাজেশ (২৫) বাইরে বেড়িয়ে যায়।  ৩-৪ ঘণ্টা পার হয়ে গেলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি সে। এমনকি ফোন করা হলেও ফোন সুইচ অফ আসে। এরপর রাতেই তাঁর পরিবারের লোকেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। তারপর আজ, বৃহস্পতিবার সকালে রাকেশের বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। তড়িঘড়ি রাকেশের পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রাকেশকে উদ্ধার করে তাঁর পরিবারের লোকেরা। পরিবার সূত্রের দাবি, প্রতমে শ্বাসরোধ করে তারপর এলোপাথারী গুলি চালিয়ে রাকেশকে মেরে ফেলা হয়েছে। গোটা  ঘটনার তদন্তের দাবি করে তাঁর পরিবারের আত্মীয়রা  স্থানীয় কালিয়াচক পুলিশ স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকাল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাকেশের মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাইয়ের দাবি,’যে বা যাঁরা আমার দাদাকে নৃশংসভাবে খুন করেছে, তাঁদের উপযুক্ত শাস্তির দিতে হবে।’

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version