Tuesday, May 6, 2025

মালদহের কালিয়াচক গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। মৃতের নাম রাকেশ মণ্ডল(২৫)। বুধবার রাত থেকেই নিখোঁজ হয় সে। তারপর আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। রাকেশের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। পুলিশ সূত্রের খবর, রাকেশ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে কে বা কারা তাঁকে মেরেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, গতকাল রাতে নৈশভোজের পর রাজেশ (২৫) বাইরে বেড়িয়ে যায়।  à§©-৪ ঘণ্টা পার হয়ে গেলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি সে। এমনকি ফোন করা হলেও ফোন সুইচ অফ আসে। এরপর রাতেই তাঁর পরিবারের লোকেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। তারপর আজ, বৃহস্পতিবার সকালে রাকেশের বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। তড়িঘড়ি রাকেশের পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রাকেশকে উদ্ধার করে তাঁর পরিবারের লোকেরা। পরিবার সূত্রের দাবি, প্রতমে শ্বাসরোধ করে তারপর এলোপাথারী গুলি চালিয়ে রাকেশকে মেরে ফেলা হয়েছে। গোটা  ঘটনার তদন্তের দাবি করে তাঁর পরিবারের আত্মীয়রা  স্থানীয় কালিয়াচক পুলিশ স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকাল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাকেশের মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাইয়ের দাবি,’যে বা যাঁরা আমার দাদাকে নৃশংসভাবে খুন করেছে, তাঁদের উপযুক্ত শাস্তির দিতে হবে।’

Related articles

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...
Exit mobile version