রাজ্যে শেষ তিন দফার ভোট একদিনে করার দাবিতে ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। যদিও তাদের সে আবেদন পুরোপুরি খারিজ করে দেওয়া হল কমিশনের তরফে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তিন দফার ভোট একদিনে করা কোনভাবেই সম্ভব নয়। পাশাপাশি কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছে গত বিধানসভা নির্বাচনের(assembly election) পরিবর্তে এবার ভোট প্রক্রিয়া কম দিনে সেরে ফেলা হচ্ছে। ৩২ শতাংশ বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।
তৃণমূল কংগ্রেসের তরফে সম্প্রতি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে কমিশনে আবেদন করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। সেই আবেদন খারিজ করে কমিশনের তরফে জানানো হয়, ভোট প্রক্রিয়া আট দফায় হলেও গত বারের নির্বাচনের তুলনায় এবার দ্রুত সম্পন্ন হচ্ছে ভোট। ২০২১ সালে সালের তুলনায় ভোটপ্রক্রিয়ার দিনসংখ্যা কমে হয়েছে ৬৬। ২০১৬ সালের চেয়ে ১১ দিন কম। গত বিধানসভা ভোটের তুলনায় ৩২% বৃদ্ধি পেয়েছে পোলিং বুথ। পাশাপাশি কমিশন আরও আরও জানায়, পরিস্থিতি সামলাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে কমিশনের তরফ এক্ষেত্রে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সেরে ফেলতে হবে প্রচার। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রচার করা যাবে না। কোভিডবিধি যাতে মেনে চলা হয়, সেজন্য মুখ্যসচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘হেড অন’ আক্রমণে তৃণমূল তারকাদের শুইয়ে দিয়েছেন মিঠুন
কমিশনের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে চাইলেই হঠাৎ করে এটা করা সম্ভব নয়, লোকবল, প্রশিক্ষণ, পরিবহণ ব্যবস্থা, উৎসব, ভোটারদের সুবিধা-অসুবিধা ও আইনশৃঙ্খলা খতিয়ে দেখে আগেভাগে নির্ঘণ্ট স্থির করা হয়। এটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া।