Thursday, August 28, 2025

তিন দফার ভোট একদফায় সারা সম্ভব না, তৃণমূলের আবেদন খারিজ কমিশনের

Date:

রাজ্যে শেষ তিন দফার ভোট একদিনে করার দাবিতে ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। যদিও তাদের সে আবেদন পুরোপুরি খারিজ করে দেওয়া হল কমিশনের তরফে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তিন দফার ভোট একদিনে করা কোনভাবেই সম্ভব নয়। পাশাপাশি কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছে গত বিধানসভা নির্বাচনের(assembly election) পরিবর্তে এবার ভোট প্রক্রিয়া কম দিনে সেরে ফেলা হচ্ছে। ৩২ শতাংশ বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের তরফে সম্প্রতি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে কমিশনে আবেদন করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। সেই আবেদন খারিজ করে কমিশনের তরফে জানানো হয়, ভোট প্রক্রিয়া আট দফায় হলেও গত বারের নির্বাচনের তুলনায় এবার দ্রুত সম্পন্ন হচ্ছে ভোট। ২০২১ সালে সালের তুলনায় ভোটপ্রক্রিয়ার দিনসংখ্যা কমে হয়েছে ৬৬। ২০১৬ সালের চেয়ে ১১ দিন কম। গত বিধানসভা ভোটের তুলনায় ৩২% বৃদ্ধি পেয়েছে পোলিং বুথ। পাশাপাশি কমিশন আরও আরও জানায়, পরিস্থিতি সামলাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে কমিশনের তরফ এক্ষেত্রে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সেরে ফেলতে হবে প্রচার। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রচার করা যাবে না। কোভিডবিধি যাতে মেনে চলা হয়, সেজন্য মুখ্যসচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘হেড অন’ আক্রমণে তৃণমূল তারকাদের শুইয়ে দিয়েছেন মিঠুন

কমিশনের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে চাইলেই হঠাৎ করে এটা করা সম্ভব নয়, লোকবল, প্রশিক্ষণ, পরিবহণ ব্যবস্থা, উৎসব, ভোটারদের সুবিধা-অসুবিধা ও আইনশৃঙ্খলা খতিয়ে দেখে আগেভাগে নির্ঘণ্ট স্থির করা হয়। এটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version