Monday, August 25, 2025

তাঁকে রাজনীতিবিদ হিসেবেই দেখে আসছেন আপামর রাজ্যবাসী। যুব তৃণমূল (Tmc) সভাপতি তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তরুণ এই সাংসদ যদি রাজনীতির আঙিনায় পা না রাখতেন, তাহলে কী করতেন? শনিবার, সন্ধেয় ফেসবুক লাইভে (Facebook Live) তাঁকে এই প্রশ্ন ছুড়ে দেন এক দর্শক। উত্তর দিতে এতটুকু দেরি করেনি অভিষেক। জানিয়ে দেন, রাজনীতিবিদ না হলে সমাজসেবা করতেন। আর হয়তো খেলতেন ক্রিকেট।

কলকাতায় লেখাপড়া করার পরে দিল্লিতে গিয়ে এমবিএ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বছর দুয়েক চাকরি করার পরে যোগ দেন রাজনীতিতে। কিন্তু তাঁর ব্যক্তি জীবন নিয়ে খুব কমই কথা হয়েছে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। শনিবার, ফেসবুক লাইভে আসার আগেই অভিষেক জানিয়েছিলেন যে কোনো প্রশ্ন করা যাবে তাঁকে। অনুষ্ঠানের নাম দিয়েছিলেন ‘Ask me anything’। সেইমতো তাঁর ব্যক্তিজীবন নিয়েও প্রশ্ন করেন অনেকেই। হাসিমুখেই তাঁর উত্তর দেন অভিষেক। তাঁর হবি কী? তৃণমূল সাংসদ বলেন, ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন তিনি, ভালোবাসতেন টেনিস খেলতেও।

একজনের প্রশ্ন ছিল, অবসর সময় কী করেন অভিষেক? সত্যি তো, তাঁর মতো রাজনীতিবিদ সারাক্ষণ প্রচারের কাজে নয়তো জনসেবায় ঘুরে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত; তাঁর অবসর কাটে কীভাবে? উত্তরে অভিষেক বলেন, অবসর আজকাল পান না। তবে আগে অবসরে বই (Book) পড়তেন, গান শুনতেন। এখন বদল হয়েছে পছন্দের। ওটিটি (Ott) প্লাটফর্মে ছবি দ্যাখেন, ওয়েব সিরিজ (Web Series) দ্যাখেন। সেগুলিই ভালো লাগে এখন। তবে নির্বাচনের জন্য এখন আর সে সবের সময় হয়ে ওঠে না। এরপর অবসর পেলে নেটফ্লিক্স-সহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ দেখার ইচ্ছে রয়েছে তাঁর।

এত ব্যস্ত, তার মধ্যে বাড়িতে স্ত্রী-কন্যা-পুত্রকে সময় দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তরে তৃণমূল সাংসদ স্বীকার করে নেন, সে সময় আজকাল তাঁর হয় না। বাড়ির লোক সেটা মেনে নিয়েছেন। তবে যদি পাঁচ মিনিটও সময় পান, সেটা বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের তিনি কথা দিয়েছেন দু তারিখ নির্বাচনের ফল ঘোষণার পর তিনি নিশ্চয়ই তাঁদের সময় দেবেন।

তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। উত্তরে অভিষেক বলেন, বিজেপির হাতে এত এজেন্সি রয়েছে পারলে তাঁর দুর্নীতির প্রমাণ করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক। কিন্তু অভিষেক বলেন, তাঁর বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের একটাও প্রমাণ করতে পারেনি বিজেপি। একইসঙ্গে তিনি বলেন ইডি-সিবিআইয়ের ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়রা। তবে তৃণমূলের প্রথমদিনের সঙ্গী যাঁরা, তাঁরা এখনও একনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।

আরও পড়ুন- “হাতজোড় করে বলছি কেউ অক্সিজেন দিয়ে সাহায্য করুন”, কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীর

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version