Saturday, November 8, 2025

করোনা আক্রান্ত বহু নার্স ও অ্যাসিটেন্ট সুপার, সুরক্ষা বিধি কঠোর করতে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। একাধিক রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা দেখে প্রশাসনের মাথায় হাত। পর্যাপ্ত বেড নেই। নেই অক্সিজেন। কলকাতার বিভিন্ন মেডিকাল কলেজের ১৬ জন অ্যাসিস্ট্যান্ট সুপার করোনা আক্রান্ত। শুধুমাত্র এনআরএস(NRS) -এর ৪ জন  অ্যাসিস্ট্যান্ট সুপার  সংক্রমিত। ফলে মেডিকাল কলেজগুলিতে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ‘কোভিড বিধি মানতে কড়া নির্দেশিকা জারি করুন’ বলে মুখ্যসচিব, ডিজি, কলকাতার সিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আজ রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকও করেন সুশীল চন্দ্র।

এদিকে করোনা পরিস্থিতিতে দেশের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থাও ব্যাহত। যদিও এর জন্য নির্বাচন কমিশনকেই দূষছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী প্রচারে দিনের পর দিন জমায়েত হতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। কিন্তু করোনার বাড়বাড়ন্তে উদ্বেগ বেড়েছে। শেষ দু’দফার প্রচার কার্যত বন্ধ করে দিয়েছে মোটামুটি সব দল। নির্বাচন কমিশনও প্রচারের স্থগিতাদেশ দিয়েছে। করোনা সংক্রমণে ইতিমধ্যেই মারা গেছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী। অন্যদিকে রাজ্যে সংক্রমিত বহু রাজনৈতিক নেতা। দেশের অনান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের অবস্থাও সঙ্কটজনক। জঙ্গিপুরে মেডিকাল সুপার করোনা আক্রান্ত হওয়ায়, জেলায় স্টাফ নেই।  তাই শনিবার সাধারণ মানুষ নিজেই নিজের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করেন। এছাড়াও পর্যাপ্ত বেড না থাকায় রোগী ভর্তি নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। তবে  মহামারী নিয়ে সংকটকালে রাজ্যে উৎপাদিত অক্সিজেন (Oxygen)) যেন ভিন রাজ্যে না পাঠানো হয়, তার জন্য কেন্দ্রকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছে রাজ্য। এমনকি কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advt

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...