করোনা আক্রান্ত বহু নার্স ও অ্যাসিটেন্ট সুপার, সুরক্ষা বিধি কঠোর করতে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের

প্রতীকী ছবি।

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। একাধিক রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা দেখে প্রশাসনের মাথায় হাত। পর্যাপ্ত বেড নেই। নেই অক্সিজেন। কলকাতার বিভিন্ন মেডিকাল কলেজের ১৬ জন অ্যাসিস্ট্যান্ট সুপার করোনা আক্রান্ত। শুধুমাত্র এনআরএস(NRS) -এর ৪ জন  অ্যাসিস্ট্যান্ট সুপার  সংক্রমিত। ফলে মেডিকাল কলেজগুলিতে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ‘কোভিড বিধি মানতে কড়া নির্দেশিকা জারি করুন’ বলে মুখ্যসচিব, ডিজি, কলকাতার সিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আজ রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকও করেন সুশীল চন্দ্র।

এদিকে করোনা পরিস্থিতিতে দেশের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থাও ব্যাহত। যদিও এর জন্য নির্বাচন কমিশনকেই দূষছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী প্রচারে দিনের পর দিন জমায়েত হতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। কিন্তু করোনার বাড়বাড়ন্তে উদ্বেগ বেড়েছে। শেষ দু’দফার প্রচার কার্যত বন্ধ করে দিয়েছে মোটামুটি সব দল। নির্বাচন কমিশনও প্রচারের স্থগিতাদেশ দিয়েছে। করোনা সংক্রমণে ইতিমধ্যেই মারা গেছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী। অন্যদিকে রাজ্যে সংক্রমিত বহু রাজনৈতিক নেতা। দেশের অনান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের অবস্থাও সঙ্কটজনক। জঙ্গিপুরে মেডিকাল সুপার করোনা আক্রান্ত হওয়ায়, জেলায় স্টাফ নেই।  তাই শনিবার সাধারণ মানুষ নিজেই নিজের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করেন। এছাড়াও পর্যাপ্ত বেড না থাকায় রোগী ভর্তি নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। তবে  মহামারী নিয়ে সংকটকালে রাজ্যে উৎপাদিত অক্সিজেন (Oxygen)) যেন ভিন রাজ্যে না পাঠানো হয়, তার জন্য কেন্দ্রকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছে রাজ্য। এমনকি কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advt

Previous articleভ্যাকসিন, অক্সিজেন এবং চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র
Next articleঋতুস্রাবের আগে না পরে, কোন সময়ে টিকা নেওয়া উচিত, জানাল কেন্দ্র