Tuesday, August 26, 2025

ভ্যাকসিন, অক্সিজেন এবং চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র

Date:

অক্সিজেন, ভ্যাকসিন ও স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জামের উপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র। শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। স্থির হয়েছে পরবর্তী তিন মাস অক্সিজেন, স্টোরেজ ট্যাঙ্ক থেকে শুরু করে করোনা চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার সরঞ্জামের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে দেশে এখন সংকটময় পরিস্থিতি চলছে। এই অবস্থায় প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সামগ্রীর জোগান বৃদ্ধি এবং সস্তায় পরিষেবা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত ৩ দিন ধরে লাগাতার করোনা মোকাবিলার ব্যাপারে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার অক্সিজেন নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসার আগেই দেশে অক্সিজেন উৎপাদন বৃদ্ধির কথা বলেছিলেন মোদি।

জানা গিয়েছে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য ইতিমধ্যেই বিদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানির চেষ্টা করছে কেন্দ্র। আর কেন্দ্রের আমদানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্তে এই কাজ আরও সহজে হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও দেশের প্রতিটি প্রান্তে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে বিশেষ ‘অক্সিজেন রেল’ চালাচ্ছে কেন্দ্র কেন্দ্র। দেশের সেনা জওয়ানরাও এই কাজে হাত লাগিয়েছে।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version