Monday, August 25, 2025

পঞ্চায়েতি রাজ দিবসে দেশের সমস্ত গ্রামকে করোনামুক্ত রাখার বার্তা মোদির

Date:

দেশের করোনা পরিস্থিতি(Corona Situation) ক্রমশ ভয়াবহ আকার ধারন করেছে। এহেন পরিস্থিতির মাঝেই শনিবার ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পঞ্চায়েতি রাজ দিবসে(Panchayati Raj Diwas) দেশের সমস্ত গ্রামকে করোনা মুক্ত রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি এদিন দেশের বিভিন্ন গ্রামে সম্পত্তির ই-কার্ড বিতরণের SMVITA প্রকল্প চালু করলেন তিনি। পাঞ্চায়েতিরাজ দিবসে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে এদিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা।

পাঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দেন, করোনা যাতে গ্রামীণ অঞ্চলে না পৌঁছতে পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, ‘যখন আমরা গতবছর পঞ্চায়েতরাজ দিবস পালন করি তখনও আমরা করোনার সঙ্গে লড়াই করছিলাম। সেই সময়ও আমি আপনাদের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে করোনা গ্রামে ছড়িয়ে না পড়ে। আপনারা দায়িত্বপূর্ণ ভাবে গ্রামে করোনার প্রকোপ আটকে দিয়েছেন। শুধু তাই নয় আপনারা সচেতনতার বার্তা দিয়েছেন। এই বছরও আমাদের উদ্যোগ নিতে হবে যাতে করোনা গ্রামীণ এলাকা থেকে দূরে থাকে।’ পাশাপাশি করোনা আটকাতে কেন্দ্রের প্রকাশিত গাইডলাইন্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে যে সব গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে তা যেন গ্রামীণ এলাকাতেও মেনে চলা হয় তা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:“অক্সিজেন সাপ্লাই যার জন্য বাধাপ্রাপ্ত হবে তাকে ঝুলিয়ে দেব”, কড়া হুঁশিয়ারি আদালতের

এছাড়াও এই দিনটির গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ভারতের বিকাশের জন্য এই দিনটিকে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হচ্ছে। আজ দেশের ৫ কোটি মানুষকে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হল। দেশের একাধিক রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে। কথাও হবে। আমি নতুন প্রতিনিধিদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামের বিকাশ, আত্মনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্প আনা হয়েছে। এর মধ্যে সম্পত্তি কার্ড অন্যতম। এর ফলে গ্রামের বিকাশ গতি পেয়েছে।’ পাশাপাশি গ্রামের মানুষের আত্মনির্ভরতার লক্ষ্যে দেশের ৫ হাজার গ্রামের মোট ৪ লক্ষ মানুষকে সম্পত্তি কার্ড দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version