Wednesday, August 27, 2025

এ কোন দৃশ্য দেখছে দেশবাসী! চারিদিকে শুধু হাহাকার। হাসপাতালে বেড নেই। অক্সিজেনের সংকট। কোভিড রোগীরা মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। শশ্মানে নিভছে না আগুন। কবরস্থানে মৃতদেহ রাখার জায়গা নেই। করোনার জেরে উদ্বেগজনক পরিস্থিতি দেশে। বাংলাতেও খানিকটা তেমনই অবস্থা। পশ্চিমবঙ্গে ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এ রাজ্যে এমনই পরিস্থিতি যে কোভিডে আক্রান্ত হয়ে অনেকে বাড়িতেই মারা যাচ্ছেন তাঁদের মৃতদেহ ঘণ্টার পর ঘণ্টা বড়িতেই থাকছে। স্থানীয় পুরসভাকে খবর দেওয়া হলেও প্রশাসনের তরফে মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হচ্ছেনা। এমন অবস্থায় মৃত্যুর শংসাপত্র দেওয়ার বিধি শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার।

শুক্রবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বল হয়েছে, যদি করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যান তাহলে তিনি শেষ যে চিকিৎসককে দেখিয়েছিলেন তিনি ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন। এছাড়াও বলা হয়েছে, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে স্থানান্তরিত করার সময় যদি কোনও ব্যক্তির মৃত্যু হয় তাহলে শেষ তিনি যেখানে ভর্তি ছিলেন সেখান থেকে মৃতের ডেথ সার্টিফিকেট দেবে। পাশাপাশি বলা হয়েছে, এহেন অবস্থায় মৃতের বাড়ির সদস্যরা যদি কোনও সমস্যার মধ্যে পড়ে তাহলে প্রশাসনের ,সঙ্গে যোগাযোগ করতে পারেন। কলকাতার ক্ষেত্রে কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিক, সমস্ত পুরসভার ক্ষেত্রে স্বাস্থ্য আধিকারিক এবং প্রাক্তন সরকারি অফিসার, গ্রামাঞ্চলে বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন-পরিস্থিতি ভয়াবহ, অক্সিজেনের অভাবে এবার দিল্লি ও অমৃতসরের হাসপাতালে মৃত ৩১

গতকালই এমন একাধিক জায়গার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে ১৪-১৫ ঘণ্টা মৃতদেহ পড়ে ছিল। খবর দেওয়া হলেও কেউ আসেনি। তারা কোভিডে আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন। ঘটনা কলকাতার গড়ফা, সোনারপুর এবং কৃষ্ণনগরের।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version