আরামবাগ (Arambag) হাসপাতালের ভিতরে অনশনে বসলেন করোনা (Carona) ওয়ার্ডে কর্মরত কর্মীরা। তাঁদের অভিযোগ, গত এক বছর ধরে করোনা রোগীদের পরিষেবা দেওয়ার পরেও এখন অনেককে ছাঁটাই করা হচ্ছে। এ বিষয়ে কেউ পদক্ষেপ করছেন না। এক বছর ধরে এই 22 জন কর্মী জোটবদ্ধ হয়ে কাজ করেছিলেন বলে দাবি। সেই সময় পরিবার-পরিজন কেউ তাঁদের সঙ্গে মিশতেন না। আর এখন যদি তাঁদেরই বহিষ্কার করে দেওয়া হয় তাহলে তাঁরা কোথায় যাবেন? করোনার রোগী দেখভালের কাজ দেওয়া হলে সেই কাজ যেন স্থায়ী থাকে। এই দাবি নিয়েই তাঁদের অনশন চলছে। এই বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।
