জানা গেছে, রবিবার রাতে ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় বিজেপির ফেস্টুন ছেঁড়া নিয়ে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানায়, এসব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে শনিবার রাতে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও রবিবার দুপুরে ফের অশান্তি শুরু হয়। এদিন এলাকায় বিজেপি একটি পথসভার আয়োজন করেছিল। অভিযোগ, তা ভণ্ডুল করতে তৃণমূলের কর্মী, সমর্থকরা ফের হামলা চালায়। বাঁশ, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। চলে ইটবৃষ্টি। এতে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছেন। বিজেপির দাবি, আহতরা সকলেই তাঁদের দলের কর্মী।