Friday, January 30, 2026

শোভনদেব এবং দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা, অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর দিকে

Date:

Share post:

বৈধ পরিচয় পত্র থাকা সত্বেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়া হল। সোমবার সপ্তম দফা  (7th phase assembly election ) ভোটের দিন পরপর এরকম দুটি ঘটনা ঘটায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল। এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার রাসবিহারী(Rasjbihari constituency) বিধানসভা কেন্দ্রের বুথে ঘুরে ভোট তদারকি করছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar)। অভিযোগ, সেই সময় পর পর চারটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অন্যদিকে ভবানীপুর (Bhawanipur constituency) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও (shobhondeb Chatterjee) বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে । দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীরই অভিযোগ তাঁদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও বাহিনীর জওয়ানরা তাদের ঢুকতে দেয়নি । পরিচয় পত্র দেখিয়ে বার বার বলা সত্ত্বেও তারা বুথে প্রবেশে বাধা দেয়। তৃণমূল প্রার্থীরা পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। দুটি ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (rudronil Ghosh)তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ এনেছেন। রুদ্রনীল বলেছেন, ‘শোভন বাবুর বয়স হয়েছে। এই বয়সে তাঁর এত বুথে বুথে হতে ঘোরার প্রয়োজনই বা কি?’ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশনের তরফ দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। এরপরেই কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয়, বৈধ পরিচয়পত্র থাকলে প্রার্থীদের বুথে ঢোকা থেকে আটকানো যাবে না।

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...