Saturday, November 29, 2025

শোভনদেব এবং দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা, অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর দিকে

Date:

Share post:

বৈধ পরিচয় পত্র থাকা সত্বেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়া হল। সোমবার সপ্তম দফা  (7th phase assembly election ) ভোটের দিন পরপর এরকম দুটি ঘটনা ঘটায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল। এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার রাসবিহারী(Rasjbihari constituency) বিধানসভা কেন্দ্রের বুথে ঘুরে ভোট তদারকি করছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar)। অভিযোগ, সেই সময় পর পর চারটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অন্যদিকে ভবানীপুর (Bhawanipur constituency) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও (shobhondeb Chatterjee) বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে । দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীরই অভিযোগ তাঁদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও বাহিনীর জওয়ানরা তাদের ঢুকতে দেয়নি । পরিচয় পত্র দেখিয়ে বার বার বলা সত্ত্বেও তারা বুথে প্রবেশে বাধা দেয়। তৃণমূল প্রার্থীরা পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। দুটি ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (rudronil Ghosh)তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ এনেছেন। রুদ্রনীল বলেছেন, ‘শোভন বাবুর বয়স হয়েছে। এই বয়সে তাঁর এত বুথে বুথে হতে ঘোরার প্রয়োজনই বা কি?’ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশনের তরফ দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। এরপরেই কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয়, বৈধ পরিচয়পত্র থাকলে প্রার্থীদের বুথে ঢোকা থেকে আটকানো যাবে না।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...