Tuesday, August 26, 2025

এবার করোনা যোদ্ধাদের পাশে বলিউডের ‘ভাইজান’ সলমন খান। চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার ফ্রন্টলাইন যোদ্ধাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন সলমন। রবিবার থেকে শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিতভাবে এ কাজ করছেন তিনি।

গতবছর পরিযায়ী শ্রমিকদের রেশন পৌঁছে দিয়েছিলেন ভাইজান। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ালেন সলমন। দলের কোর কমিটির সদস্য রাহুল কনল জানিয়েছেন, সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। সলমন নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন।

আরও পড়ুন-বুর্জ খালিফায় #StayStrongIndia বার্তা দিয়ে ভারতের পাশে সংযুক্ত আরব আমিরশাহী

জানা গিয়েছে, যত দিন মুম্বইয়ে লকডাউন চলবে তত দিন ‘ভাইজেনস কিচেন’ এবং শিবসেনার যুব শাখা যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা থেকে বিকেসি-তে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে অসুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। কোভিড 19 ত্রাণের জন্য গঠিত বিজেপি নেতা গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে এক কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন গৌতম গম্ভীর৷ লিখেছেন, “এই অন্ধকারময় পরিস্থিতিতে প্রতিটি সাহায্যই একটা আশার আলো ৷ খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহের কাজে গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি টাকা দান করার জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ ৷ ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন ৷”

প্রাক্তন ক্রিকেটারের এই টুইটের জবাবে অক্ষয় কুমার লিখেছেন, “গৌতম গম্ভীর, এটা সত্যিই খুব কঠিন সময় ৷ আমি সাহায্য করতে পেরে আনন্দিত৷ খুব শীঘ্রই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব বলে আশা রাখি ৷ নিরাপদে থেকো৷”

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version