Tuesday, August 26, 2025

খায়রুল আলম ,ঢাকা

বরিশালে প্রয়াত মা ও আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে করোনাভাইরাসের টিকা নিয়ে ধরা পড়েছেন দুই বোন । শেষে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দুই বোনের পরিচয় জানা গিয়েছে । তারা হলেন বরিশালের আমিরকুটির এলাকার মহসিনুজ্জামান নাজমুলের মেয়ে জান্নাতুল মাওয়া অথৈ (২৫) ও নাফিসা নাওয়ান অতি (১৮)।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য অধিকর্তা ডা. ফয়সাল হাজবুর বলেন, অথৈ ও অতির মা নুসরাত জাহান শিখা কয়েক বছর আগে ৪১ বছর বয়সে মারা গিয়েছেন।
অন্যদিকে, অথৈয়ের ঘনিষ্ঠ বান্ধবী সাথির বড়ো বোন ঝুমা হক (৫৫) দীর্ঘ দিন ধরে আমেরিকায় বসবাস করছেন।

“মৃত শিখা ও প্রবাসী ঝুমার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকার জন্য অনলাইনে আবেদন করেন অথৈ ও অতি। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সোমবার সকালে তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।
ডা. ফয়সাল আরও বলেন, কার্ড যাচাইয়ের সময় রেজিস্ট্রেশনকৃত দুই নারীর বয়সের সঙ্গে টিকা গ্রহীতাদের বয়সের গরমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়। এরপর দুই বোনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
অথৈ ও অতির বাবা মহসিনুজ্জামান নাজমুল জানান, তার স্ত্রী নুসরাত জাহান শিখা প্রায় ৪ বছর আগে ২০১৭ সালের ১০ জুলাই মারা গিয়েছেন। দুই মেয়ের মধ্যে অথৈ অনার্স শেষ করেছেন, অতি দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বরিশাল পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, দুই বোনকে মুচলেকার মাধ্যমে তাদের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
জেরায় দুই বোন স্বীকার করেছে যে,
তাদের টিকা নেওয়ার বয়স হয়নি। তাই এই অসাধু পথ নিয়েছেন । কাজ করেছেন।
মানবিকতার খাতিরে
তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version