ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিষেবা আপাতত বন্ধ করল অস্ট্রেলিয়া। ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানান হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘‘ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ১৫ মে পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরে পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব।’’

তবে এই সিদ্ধান্তের জেরে দুর্ভোগে পড়েছেন অস্টেলিয়ায় থাকা ভারতীয়রা। এর আগে অবশ্য বিট্রেন ছাড়া আরও কয়েকটি দেশ ভারত থেকে যাত্রীবাহী উড়ান চলাচল বন্ধ করেছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল অস্ট্রেলিয়াও।
