ইচ্ছে করলে করোনার টিকা নিতে পারবেন কোহলি,রোহিত শর্মারা, জানাল বিসিসিআই

ইচ্ছে করলে করোনার টিকা( corona vaccine ) নিতে পারবেন বিরাট কোহলি( virat kohli, রোহিত শর্মারা( rohit sharma)। মঙ্গলবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের( bcci) পক্ষ থেকে। ১ লা মে থেকে ভারত সরকারের নির্দেশ অনুসারে ১৮ বছরের উর্দ্ধে সকলেই  করোনার টিকা নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে ভারতীয় দলের ক্রিকেটাররা করোনার টিকা নিতে পারেন। যদিও তা নির্ভর করছে সম্পূর্ণ ক্রিকেটারদের ওপর।

মঙ্গলবার বোর্ডের এক কর্তা বলেন, “আইপিএলে খেলতে থাকা ক্রিকেটাররাও শনিবার থেকে টিকা নিতে পারবেন। তবে তাঁরা নেবেন কিনা সে সিদ্ধান্ত একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত ।” যদিও এই টিকাকরণ শুধুই মাত্র ভারতীয় ক্রিকেটারদের জন্য। আইপিএলে খেলতে আশা বিদেশি ক্রিকেটারদের জন‍্য না, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

এই মুহূর্তে আইপিএল নিয়ে ব‍্যস্ত ক্রিকেটাররা। কিছু ক্রিকেটার করোনার কারণে আইপিএল থেকে সরে গেলেও, অধিকাংশ ক্রিকেটারই রয়েছে দেশের সর্বোচ্চ লিগে।

আরও পড়ুন:২০২২ কমনওয়েলথ গেমসের টি-২০ ক্রিকেটে ভারতের প্রমীলা ব্রিগেড

Advt

Previous articleপরিস্থিতি ভয়াবহ, ভারত থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করল অস্ট্রেলিয়া
Next articleসংক্রমণের জের, এবার বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন