সংক্রমণ এড়াতে এখন কাউকে হাজিরা দিতে হবে না, যাবে না নোটিসও, জানালো CBI-ED

উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দাপট বাড়াচ্ছে করোনা। করোনায় সংক্রমিত কলকাতায় সিবিআইয়ের দফতরের ৪ জন এবং ইডি-র ৩০ জন আধিকারিক। সূত্রের খবর, রাজ্যে অতিমারি পরিস্থিতির দিকে নজর রেখেই তাই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও সাক্ষীকে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হবে না। এমনকি যাঁদের ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে, তাঁদেরও আপাতত সিবিআই এবং ইডি-র দফতরে আসতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।প্রসঙ্গত, মঙ্গলবার অনুব্রত মণ্ডলকেই হাজিরার নির্দেশ দেওয়ার কথা ছিল। তাও শেষমেশ বাতিল করা হয়েছে।

কলকাতার সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসে এই দুই কেন্দ্রীয় সংস্থার দফতর রয়েছে। আপাতত ৫০ শতাংশ আধিকারিককে নিয়ে কাজ করছে তারা। কয়লা ও গরুপাচারকারী মামলা এখন সিবিআই-য়ের তত্বাবধানে রয়েছে। এই সমস্ত মামলায় গত কয়েকদিনে যাঁদের তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়েছিল, তাঁদের আপাতত হাজিরা দিতে হচ্ছে না বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর।সংস্থার দাবি, অতিমারির দাপটের কথা মাথায় রেখেই তাঁদের এই সিদ্ধান্ত।

Advt

Previous articleসংক্রমণের জের, এবার বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন
Next articleপিপিই পরে সাত পাকে বাঁধা পড়লেন বর-কনে