হাজিরা না দিয়ে CBI-এর কাছে সময় চাইলেন অসুস্থ অনুব্রত

গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আজ, মঙ্গলবার CBI তলব করলেও তিনি যাচ্ছেন না বলেই জানা গিয়েছে। অনুব্রতবাবু (Anubrata Mondal) নিজে এ বিষয়ে এখনও কোনও কথা না বললেও তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তাঁর শরীর ভাল নেই৷ কিডনির সমস্যায় ভুগছেন অনুব্রত।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তা ছাড়া সংক্রমণ বৃদ্ধি ভয়ঙ্কর বৃদ্ধি পাওয়ায় তিনি বাইরে যেতে ভয় পাচ্ছেন। মূলত এই কারণ দেখিয়েই CBI-এর কাছে হাজিরা দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। প্রসঙ্গত, সোমবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে নিজাম প্যালেসে যেতে নিষেধ করেন।

গত শুক্রবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় অনুব্রতকে নোটিশ পাঠায় আয়কর দফতর। নোটিশ যায় তাঁর কয়েক জন আত্মীয়ের কাছেও। এর পরেই অনুব্রতকে তলব করে CBI-ও।

Advt

Previous articleউত্তরবঙ্গ থেকে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ লাইভ করবেন, শিলিগুড়ির অফিসে ঘোষণা কুণালের
Next articleভ্যাকসিনের দাম কমাতে প্রস্তুতকারী সংস্থার কাছে আর্জি কেন্দ্রীয় সরকারের