Wednesday, August 27, 2025

সংকটের সময় পাকিস্তান অক্সিজেন পাঠাতে চাইলেও বাধা কেন্দ্রের, তোপ পাঞ্জাব কংগ্রেসের

Date:

দেশের মানুষের জীবন বাঁচানো যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখনও রাজনীতি চালিয়ে যাচ্ছে কেন্দ্র। করোনা সংকটে (covid crisis) সাহায্যের হাত বাড়িয়ে পড়শি দেশ পাকিস্তান (Pakistan) পাঞ্জাবে (Punjab) অক্সিজেন (oxygen) পাঠাতে চাইলেও সবুজসংকেত দিচ্ছে না মোদি সরকার। এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু ঘটলে কেন্দ্রই দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিল পাঞ্জাব কংগ্রেস।

আরও পড়ুন- করোনা সংক্রমণ রুখতে তিস্তা নদীর পাড়ে অবৈধ রিসর্ট ভাঙার নির্দেশ

প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির জেরে বিশ্বের বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পড়শি দেশ পাকিস্তানও ভারতকে জরুরি পরিষেবা দিয়ে সাহায্য করতে আগ্রহী। অথচ রাজনৈতিক কারণ সামনে রেখে পাকিস্তানের সহযোগিতা নিতে কেন্দ্র অস্বীকার করছে বলে অভিযোগ তুললেন পাঞ্জাবের প্রদেশ সভাপতি সুনীল জাখর। তাঁর প্রশ্ন, রাজনীতি আগে না মানুষের জীবন আগে? কংগ্রেস নেতার অভিযোগ, পাকিস্তান অক্সিজেন রফতানি করতে চাইলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য সেটা পাচ্ছে না পাঞ্জাব। ফলে বঞ্চিত হচ্ছেন রাজ্যবাসী। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, পাকিস্তানের ভারি শিল্পগুলি যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পাকিস্তান থেকে অক্সিজেন আমদানি করতেও রাজি। কিন্তু মাঝখানে চলে আসছে কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্য সরকারের বিশেষ ক্যাবিনেট বৈঠকে অংশ নেন জাখর। সেই বৈঠকে তিনি মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন। হুঁশিয়ারি দেন, রাজ্যে একজনেরও অক্সিজেনের অভাবে মৃত্যু হলে কেন্দ্র তার জন্য দায়ী থাকবে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে এনেছেন। বিদেশ মন্ত্রককেও জানিয়েছেন। কিন্তু কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাননি। কংগ্রেস নেতার কথায়, এই অক্সিজেন যদি আমরা আমদানি করি, তাহলে রাজ্য সরকারই এর খরচ বহন করবে। রাজ্যের মানুষের জন্য এই অক্সিজেন অত্যন্ত জরুরি। এদিকে, কংগ্রেস নেতা তথা অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন, একটি বিশেষ করিডর তৈরি করে পাকিস্তান থেকে অক্সিজেন আনার ব্যবস্থা করুক কেন্দ্র। তিনি জানিয়েছেন, পাকিস্তান সরকার এবং সেখানকার স্বেচ্ছাসেবী সংগঠন ইধি ফাউন্ডেশন ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। দেশবাসীর স্বার্থে রাজনীতি দূরে সরিয়ে সেই প্রস্তাব গ্রহণ করা উচিত।

আরও পড়ুন- ক‍্যামিন্সের পর এবার করোনা যুদ্ধে আর্থিক সাহায্যে এগিয়ে এলেন ব্রেটলি

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version