করোনা সংক্রমণ রুখতে তিস্তা নদীর পাড়ে অবৈধ রিসর্ট ভাঙার নির্দেশ

করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, তিস্তা নদীর পাড়ে অবৈধ রিসর্ট ভাঙার নির্দেশ। জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে বেআইনি কটেজ ভাঙার নির্দেশ। বেআইনি দোকানও ভাঙার নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। করোনা বিধি ভেঙে সন্ধে নামলেই তিস্তার পাড়ে প্রচুর জমায়েত। সংক্রমণ বাড়ার আশঙ্কায় কড়া নির্দেশ সার্কিট বেঞ্চের। আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার জেলা পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের ওই ব্যাপারে রিপোর্ট দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে।

জলপাইগুড়ির কয়েকজন সমাজকর্মী জানান, করোনার প্রকোপ যে সময়ে বাড়ছে তখনও তিস্তার ধারের ওই সব অবৈধ রিসর্টে সন্ধ্যার পরে ভিড় উপচে পড়ছে। গরমের সময়ে তিস্তার ধারের খোলামেলা রিসর্টে বসে আড্ডা দিতে অনেকেই জড়ো হচ্ছেন। ফলে, সংক্রমণের আশঙ্কা বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল