জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলন চলাকালীন গত ১২ এপ্রিল মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে (বাবা-ছেলে) বাড়ি টেনে গিয়ে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে হাওড়ার জোমজুড় থেকে ফেকারুল শেখ (Fekarul Sheikh) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। অভিযুক্ত সামশেরগঞ্জের সুলিতলার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই নিয়ে জোড়া হত্যা কাণ্ডে ধৃতের সংখ্যা মোট বেড়ে হল পাঁচ।ফেকারুলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

সিটের অফিসারদের সূত্রে জানা গেছে, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ও ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ফেকারুলের সন্ধান পান তদন্তকারীরা। মুর্শিদাবাদের ঘটনায় তদন্তে নেমে সিট (SIT) গঠন করেই কালু নাদাব ও দিলদার নাদাব নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়, পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।পরবর্তীতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে ধরা হয়। এবার জালে আরও এক। ঘটনার সময় ধৃত ফেকারুলের সেখানে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে।