আইপিএলের মাঝেই ছুটি কাটাতে মালদ্বীপে হায়দরাবাদ ক্রিকেটাররা

হাওয়া বদল করতে এবার মালদ্বীপে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) গোটা দল। আপাতত প্রায় এক সপ্তাহের ছুটি। সেই সময়ই প্যাট কামিন্সের(Pat Cummins) নেতৃত্বে গোটা হায়দরাবাদ দল এবার মালদ্বীপে(Maldives)। এই মুহূর্তে আইপিএলের লিগ টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। দশ দলের লিগে তাদের স্থান এখন আট নম্বরে। ক্রিকেটারদের চাপ কাটাতেই এবার নয়া উদ্যোগ সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ম্যানেজমেন্টের। সেখানকার পরিবেশে ছুটি কাটালে ক্রিকেটারদের মানসিক চাপ অনেকটাই কমবে বলেও মনে করছেন অনেকে।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে তিনটি ম্যাচই জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বড় জয় তুলে নিয়েছিল সানরাইজার্স ব্রিগেড। জয়ের সরণীতে ফিরেছে দল। সেই ধারাটাই এবার ধরে রাখতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ। আগামী ২ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই যাতে ক্রিকেটাররা সম্পূর্ণ ফুরফুরে মেজাজে নামতে পারেন সেই কারণেই হয়ত এমন একটা সিদ্ধান্ত।

চলতি মরসুমে ট্রেভিস হেড শুরুটা ভালভাবে করলেও সম্প্রতি সেরকম ফর্ম নেই তাঁর। ঈশান কিষাণ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। যদিও সামনে এখনও অনেকগুলো ম্যাচ রয়েছে। সেখানেও যে ঈশান কিষাণ এবং ট্রেভিস হেড হায়দরাবাদের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত সকলেই কারা ছুটির মেজাজে। শুধু ক্রিকেটাররা নন, ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন সাপোর্ট স্টাফরাও।