হাঁটুতে অস্ত্রোপচার হল টি-নটরাজনের

অস্ত্রোপচার হল টি নটরাজনের( T-natarajan)। মঙ্গলবার হাঁটুতে অস্ত্রোপচার হল তাঁর। অস্ত্রোপচারের পর নিজেই টুইট করেন সেই ছবি। হাঁটুতে চোট থাকার কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন নটরাজন। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তিনি।

এদিন অস্ত্রোপচারের পর তিনি লেখেন, “আমি কৃতজ্ঞ সকল ডাক্তার কাছে। আমি কৃতজ্ঞতা জানাই বিসিসিআইকে ও যাঁরা এতদিন আমার সুস্থতা কামনা করেছেন তাঁদের।”

চলতি বছর সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে মাঠে নামা হয়নি নটরাজনের। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ আগে নিজেকে ফিট করতে মরিয়া নটরাজন।  আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করে নিজেকে সুস্থ করে  তুলবেন নটরাজন।

আরও পড়ুন:করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান