করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান

সোমবার পাঞ্জাব কিংসকে(punjab kings) হারিয়ে বিশেষ বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্স ( kkr)অধিনায়ক ইয়ন মর্গ‍্যান( eoin morgan)। করোনার ( corona)বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের কথা বললেন তিনি।

এই মুহূর্তে ভারতবর্ষে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। নাজেহাল ভারতবাসী। এমন অবস্থায় মানুষের সুস্থ থাকা জুরুরি বলে মনে করছেন নাইট অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে মর্গ‍্যান বলেন,”বাইরের দিকে তাকালে যে দৃশ্য চোখে পড়ছে, শুধু ভারত নয় সারা বিশ্বের যে পরিস্থিতি, আ সত‍্যি খুব খারাপ। বাইরে বেরোলে মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন। কঠিন সময়ের মধ্যে যাচ্ছে গোটা পৃথিবী। কেকেআরের পক্ষ থেকে সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করি। সবাই আমরা একসঙ্গে থাকলে এই লড়াই জিতবই।”

আরও পড়ুন:ইচ্ছে করলে করোনার টিকা নিতে পারবেন কোহলি,রোহিত শর্মারা, জানাল বিসিসিআই

Advt