দুনিয়া কা সবচেয়ে বড়া: প্রচার আর বাস্তবের ফারাক নিয়ে কটাক্ষ পিকের

মোদি সরকারের যে কোনও কর্মসূচিকে “দুনিয়া কা সবচেয়ে বড়া” এই আখ্যা দেওয়াকে তীব্র কটাক্ষ করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পিকে লেখেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শব্দবন্ধটির অপব্যবহার অত্যন্ত বিভ্রান্তিকর। ভারতে কোভিড (Covid) টেস্ট এবং টিকাকরণ বিশ্বের সবচেয়ে বড় এই দাবি করাটা একটা প্রচার মাত্র। দুর্ভাগ্যবশত বাস্তব হল, ভারতের কোভিড সংকট দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এই বাস্তবকে মেনে নিতে হবে।

ভারতের টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার অনেক ঢাকঢোল পিটিয়েছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে সব জায়গায় ভ্যাকসিনের হাহাকার। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে সুপ্রিমকোর্ট পর্যন্ত বলেছে, সবাইকে টিকা দেওয়ার জন্য আগে পর্যাপ্ত জোগান আছে কি না তা দেখা প্রয়োজন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের টিকাকরণ নিয়ে কেন্দ্রের “দুনিয়া কা সবচেয়ে বড়া” এই দাবিকে তীব্র কটাক্ষ করলেন পিকে।

আরও পড়ুন- অতিমারী সংকটে ‘ফসিলস ফোর্স’ নিয়ে দুর্গতদের পাশে রূপম