ভারতের পাশে থাকার আশ্বাস বাইডেনের, প্রেস বিবৃতিতে জানাল হোয়াইট হাউস

করোনা মোকাবিলায় সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দু’দেশের শীর্ষনেতার মধ্যে আলোচনায় ভারতের কোভিড রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন, তা নিয়েও কথাবার্তা হয়েছে বলে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের দেশের রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক-সহ দেশের একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। এই আবহে ভারতে অক্সিজেন-বিষয়ক সরঞ্জাম সরবরাহও করার আশ্বাস দিয়েছে আমেরিকা। পাশাপাশি, টিকার কাঁচামাল-সহ করোনার চিকিৎসায়ও সাহায্য করা হবে বলে মোদিকে জানিয়েছেন বাইডেন।

Advt

Previous articleশীতলকুচির সেই অভিশপ্ত ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন ২৯ এপ্রিল, ঘোষণা কমিশনের
Next articleকরোনার তাণ্ডব, এবার কর্ণাটকে লকডাউন